চাঁদে সূর্য উঠলে, তাপমাত্রা পৌঁছায় প্রায় ১২৭ ডিগ্রি সেলসিয়াসে — যা দিয়ে অনায়াসে ডিম ভাজা যাবে!
আর সূর্য ডোবার পর? তাপমাত্রা নেমে যায় -১৭৩ ডিগ্রি সেলসিয়াসে — বরফের চেয়েও ভয়ানক ঠান্ডা!
এর কারণ? চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই। তাই তাপ জমে থাকতে পারে না — দিনের আলো সরাসরি পুড়িয়ে দেয়, আর রাতের অন্ধকারে সব গিলে ফেলে ঠান্ডায়।
চাঁদের একদিন মানে পৃথিবীর প্রায় ৩০ দিন। তাই একবার সূর্য উঠলে সেটা ১৪ দিন রয়ে যায়!
Source: NASA, Space.com
আরও কৌতূহলের জন্য চোখ রাখুন ‘Brain Snack’-এ!
